পার্শ্ব শিক্ষকের সঙ্গে ছাত্রীর অবৈধ সম্পর্কের জেরে রণক্ষেত্র হয়ে উঠল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা এলাকা।

0
577

আলিপুরদুয়ার:পার্শ্ব শিক্ষকের সঙ্গে ছাত্রীর অবৈধ সম্পর্কের জেরে রণক্ষেত্র হয়ে উঠল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা এলাকা। শুক্রবার ওই ঘটনাটি ঘটেছে। খোয়ারডাঙা জলনেশ্বরী হাই স্কুল সংলগ্ন এলাকায় ওই পার্শ্ব শিক্ষককের বাড়িতে এদিন চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। পুড়িয়ে দেওয়া হয় অভিযুক্ত শিক্ষক এর মোটরসাইকেল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে বারবিশা দমকল কেন্দ্রের কর্মীরাও। জানা গিয়েছে, অভিযুক্তের নাম হিল্লোল চক্রবর্তী(৩৯)। খোয়ারডাঙা জলনেশ্বরী হাই স্কুলে সে পার্শ্ব শিক্ষক পদে কর্মরত। অভিযোগ, ওই পার্শ্ব শিক্ষকের সঙ্গে এক ছাত্রীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে । যার জেরেই এদিন সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

জলনেশ্বরী হাই স্কুল সংলগ্ন এলাকায় ওই পার্শ্ব শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এরপর পুলিশ অভিযুক্ত পার্শ্ব শিক্ষক হিল্লোল চক্রবর্তীকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার, কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি বলাইচন্দ্র সরকার। কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here