পার্কের সামনে অপকর্ম করতে এসে হাতেনাতে ধরা পড়লো এক যুবতী সহ তিন যুবক

0
2362

পার্কের সামনে অপকর্ম করতে এসে হাতেনাতে ধরা পড়লো এক যুবতী সহ তিন যুবক, বংশীহারী থানার পুলিশ তাদের ধরতে গেলে পুলিশের সাথে বধশায় জড়িয়ে পড়ে সেই যুবতিসহ দুই যুবক। ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুরে।

পুলিশ সূত্রে জানা যায় ধৃত তিনজনের নাম কবিতা ভৌমিক 22 রায়গঞ্জ দেবিনগর,সুমন মিয়া 26,গঙ্গারামপুর শুভম দুবে 18 বুনিয়ারপুর পিরতোলা এলাকায়।জানা যায় গতকাল বিকেলে বুনিয়াদপুর পার্কের সামনে মদ্যপ অবস্থায় এই তিনজনকে ঘোরাঘুরি করতে দেখে বংশীহারী থানার পুলিশ তাদেরকে সেখান থেকে বের হয়ে যেতে বললে, কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় কবিতা ভৌমিক নামে ওই যুবতী। এরপর কর্তব্যরত পুলিশকর্মীরা সেই মধ্যম যুবতিসহ দুই যুবককে গ্রেফতার করে বংশীহারী থানায় নিয়ে যায়। আজ সকালে তাদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করলে মহকুমা আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

এ বিষয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী প্রতুল মিত্র জানিয়েছেন, আজকে এক যুবতী সহ দুই যুবককে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। আদালতের সামনে তারা তাদের দোষ শিকার করে নেয়।এরপর মহুকুমা আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here