পারিবারিক বিবাদে  বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়।

0
577

গঙ্গারামপুর,১৪ জুলাই :পারিবারিক বিবাদে  বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুবোধ রঞ্জন বিশ্বাস (৬৫)। তাঁর বাড়ি তপনের সালাস পাওয়ার হাউস পাড়ায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গিয়েছে তপন থানার পাওয়ার হাউস এলাকার বাসিন্দা সুবোধ রঞ্জন বিশ্বাস। পেশায় তিনি ব্যবসায়ী। কয়েক দিন ধরে পারিবারিক বিবাদ চলছিল।  গতকাল সন্ধ্যায় নিজের ঘরে বিষ খেয়ে আত্মঘাতী হবার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসতে তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। শুক্রবার গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here