মোবাইল ঘাটার ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে গলায় দড়ি দিয়ে ৯নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি ফুটবল মাঠপাড়া এলাকার এক যুবতী আত্মহত্যা করল,পরিবারের শোকের ছায়া, পুলিশ তদন্তে নেমেছে
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩১ শে অক্টোবর দক্ষিণ দিনাজপুর: খাবারের সময় মোবাইল ঘাটাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে এক যুবতী। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১ টা নাগাদ গঙ্গারামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী ফুটবল মাঠে এলাকায়। পুলিশও দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এমন ঘটনার মৃতের পরিবার সহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে মৃত ওই যুবতীর নাম প্রিয়াঙ্কা সরকার, বয়স ১৯ বছর। তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গী ফুটবল মাঠপাড়া এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে এদিন সকালে প্রিয়াঙ্কা বাড়িতে ভাত খাচ্ছিল।সেই সময় মোবাইল ঘাটাঘাটির ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক সমস্যা তৈরি হয়। এরপর এসে ঘরে গিয়ে দলাই দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে সূত্রে জানা গেছে। খবর জানাজানি হতেই মৃতের পরিবারের লোকজন তাকে মহকুমা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
গঙ্গারামপুর থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট মর্গে পাঠায় মৃতদেহ ময়নাতদন্ত করতে।
মৃতের এক আত্মীয় জানিয়েছেন, ও যে এমন কাণ্ড করবে তার বিরুদ্ধে পারছিনা।
এমন ঘটনায় মৃতের পরিবার সহ এলাকার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

















