শীতল চক্রবর্তী, কুশমন্ডি, ৪ সেপ্টেম্বর,দক্ষিণ দিনাজপুর:-জেলার কুশমন্ডি থানার আকচা গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর চাপনা এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক বিবাদের জেরে সৎ ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আজিজার রহমান ও তার স্ত্রী লুৎফা বেগমের বিরুদ্ধে।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বহু বছর ধরেই মৃত তমিদুদ্দীন আহাম্মেদের প্রথম পক্ষের তিন ছেলে—মোতাহারুল ইসলাম, মোতালেব আলী ও বুধূ মিঞা সঙ্গে দ্বিতীয় পক্ষের ছেলে আজিজার রহমানের সম্পত্তি ভাগাভাগি ও রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বাড়ি ভেঙে রাস্তা দেওয়ার দাবিতে আজিজার ও ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলে আসছিল।
অভিযোগ, ভাইদের বাড়ি ভেঙে রাস্তা করে না দেওয়ায় আজিজার বিভিন্ন সময় হুমকি দেয় এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালায়। বুধবার গভীররাতে প্রায় ১টার দিকে ভাইরা বাড়িতে না থাকার সুযোগে জানালা ভেঙে ঘরে আগুন লাগিয়ে দেয় আজিজার ও তার স্ত্রী—এমনটাই অভিযোগ করেছেন বুধু মিঞার স্ত্রী সাহেরা বানুর ।আগুনের জেরে ঘরে থাকা পাট, ধান ও আসবাবপত্র পুড়ে যায়। তবে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাহেরা বানুর অভিযোগ, “আমাদের বাড়িতে পুরুষ মানুষ না থাকার সুযোগে আমার দেওর আজিজার ও তার স্ত্রী আগুন লাগিয়ে পালিয়ে যায়। বহুদিন ধরে আমাদের হুমকি দিয়ে আসছে। আমরা কোর্টে শাস্তির দাবি নিয়ে এসেছি।”
বুধু মিঞা ও মেহের বানু জানান, “আমরা রাস্তা দিতে রাজি হয়েছি, কিন্তু আমাদের উপর অত্যাচার করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। গত রাতে বাড়ি ফাঁকা থাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।”
তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আজিজার রহমান।তিনি বলেন,”আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”
গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্য বলেন,”পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”