পারিবারিক বিবাদের ঘটনায় গঙ্গারামপুরের বেলবাড়িতে প্রতিবেশী এক যুবকের হাতে মারধর খেয়ে চরম অপমানিত বোধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা চেষ্টা করলে এক সিভিক ভলেন্টিয়ার। পলাতক অভিযুক্ত,তদন্তে পুলিশ

0
607

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 30 শে সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্কের সময় প্রতিবেশী ব্যক্তির মারধর ও অত্যাচারিত হয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল এক সিভিক ভলেন্টিয়ার স্বামী বলে অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ২নম্বর ওয়ার্ডের বেলবাড়ি ঘোষপাড়া এলাকার।

ঘটনায় স্বামী গুরুতর আহত হওয়ায় প্রতিবেশী এক যুবকের অত্যাচারে সিভিক ভলেন্টিয়ার বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।ঘটনার পর পলাতক প্রতিবেশী ওই ব্যাক্তি। আহত ও এলাকার প্রতিবেশীরা অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে  

 গঙ্গারামপুর পৌরসভার ২  নম্বর ওয়ার্ডের ওই সিভিক ভলেন্টিয়ার পরিবার সূত্রে জানা  গিয়েছে,আহত  ওই  স্বামীর নাম অসীম রায় (৩০)পেশায় সিভিক ভলেন্টিয়ার বাড়ি গঙ্গারামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বেলবাড়ি ঘোষপাড়া এলাকায়।

 সিভিক ভলেন্টিয়ারের পরিবারের সদস্যদের  অভিযোগ, বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে অসীমের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি চলছিল,হঠাৎ প্রতিবেশী তরুণ ঘোষ সেখানে হাজির হয়ে তার চড়াও হয়ে পড়ে অসীমের উপর। অভিযোগ বিনা কারণে পারিবারিক সে বিষয়টি নিয়ে বেধড়ক মারধর করে অসীমকে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।এরপরই ঘটনার অপমানিত বোধ করে ঘরে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে অসীম  নামে  ওই সিভিক ভলেন্টিয়ার বলেও অভিযোগ তাদের। ঘটনায় পরিবারের সদস্যদের নজরে আসলে গুরুতর আহত অবস্থায় অসীম নামে সিভিক ভলেন্টিয়ারকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তই প্রতিবেশী মারধর ও প্রমাণিত করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় সে মৃত্যুর সঙ্গে লড়াই করা অবস্থায় বর্তমানে তার চিকিৎসা চলছে গঙ্গানগর মহাকুমা হাসপাতালে।অন্যদিকে গতকালের ঘটনার পর থেকেই ওই এলাকার বাসিন্দা প্রতিবেশী তরুণ ঘোষ  তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছে।পুরো ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছে অসীমের পরিবারের সদস্যরা

।সিভিক ভলেন্টিয়ার  অসীমের মা প্রতিবেশীর এমন ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ছেলে সুস্থ হলেই থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানানো হয়েছে। 

 সিভিক ভলেন্টিয়ারের  দুই প্রতিবশী অভিযোগ করে বলেন, এমন ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। এলাকার প্রতিবেশী হিসেবে আমরা চাই দোষীর কঠোর শাস্তি হোক।ইতিমধ্যেই গঙ্গারামপুর থানার পুলিশ পুরো ঘটনাটা শুরু করেছে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে চালিয়ে।এমনটা ঘটনায় শোরগোল পড়েছে বেলগাড়ি সহ জেলাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here