কোচবিহার:-পারিবারিক জমি বিবাদের জেরে খুন ভাইয়ের হাতে দাদা । ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের মোয়ামারী গ্রাম পঞ্চায়েতের ছোট আঠারো কোটা এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে,আঠারো কোটা এলাকা একটি জমি বিমাদকে নিয়ে নাসির উদ্দিন মিয়া ও পসীরউদ্দিন মিয়া দুই ভাই মিলে তার আরো দুই ভাই জমসের আলী ও রহমত আলীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় । যেতে দুজনই আহত হয় ঘটনাস্থলে মৃত্যু হয় জমশের আলীর (৩৫) কোন দিকে রহমত আলীকে আহত অবস্থায় কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।