পাম্পিং স্টেশন চালু করে জলের সমস্যা দূর করতে আগ্রহী হল শিলিগুড়ির মেয়র গৌতম দেব

0
92

পাম্পিং স্টেশন চালু করে জলের সমস্যা দূর করতে আগ্রহী হল শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শিলিগুড়ি:-

শিলিগুড়ি পুরসভার ২৮ নম্বর ওর্য়াডের দির্ঘদিনের জলকষ্ট সমাধান হতে চলেছে এবার।মঙ্গলবার সকালে ২৭ নম্বর ওর্য়াড,৫ নম্বর ওর্য়াডের পাম্পিং স্টেশন গুলো ঘুরে দেখেন পুরনিগমের মেয়র গৌতম দেব,মেয়র পারিষদ দুলাল দত্ত,সহ ২৭ ও ২৮ নম্নর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী,সম্প্রিতা দাদ,৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ দপ্তরের আধিকারিকেরা।২৭ নম্বর ওয়ার্ডে জ্যোৎস্নাময়ী স্কুলের ঠিক পেছনে একটি পাম্প স্টেশন গড়ে তোলা হয়েছে।মূলত ২৮ নম্বর ওয়ার্ডের জলের সমস্যা মেটানোর জন্যই এই পাম্প স্টেশনটি চালু করা হয়।এদিন তিনি এই পাম্প স্টেশনের কাজ খতিয়ে দেখেন। পাশাপাশ ২৮ নম্বর ওয়ার্ডের জলের গতি কতটা রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখেন মেয়র গৌতম দেব।তিনি জানান ২৮ নম্বর ওয়ার্ডের জলের প্রেসার না থাকায় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছিল,যার জন্য একটি পাম্প স্টেশন তৈরি করে জল সরবরাহ করার উদ্যগ গ্রহণ করা হয়েছে।পাশাপাশি ২৭ নম্বর ওয়ার্ডের পাম্প স্টেশন সংলগ্ন রাস্তা চওড়া ও পাম্পে যে আওয়াজ এই দুটি সমস্যা তারা তুলে ধরেন মেয়র গৌতম দেব এর কাছে।তবে রাস্তার প্রশস্তিকরন বিষয়ে মেয়র জানান,স্কুল বেশ কিছুটা জায়গা রাস্তার জন্য ছেড়ে দিয়েছে যার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র।পাশাপাশি পাম্পের শব্দ নিয়ে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে তা দ্রুত মেটানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here