মালদা:-পাপড় ভাজা দিতে দেরী হওয়ায়, পাপড় ভাজার কড়াই এর তেল ছিটিয়ে এক পাঁপড় ব্যবসায়ীকে গুরুতর যখন করলো এক মদ্যপ ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদা থানার নেতাজি পল্লী এলাকায়। আহত পাপড় ব্যবসায়ী সুধীর দাস মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পাপড় ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মদ্যপ খগেন মন্ডল কে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ। মনসা পূজো উপলক্ষে, পাপড় ভাজার দোকান বসিয়েছিল আহত ব্যবসায়ী।