পাচারের আগেই দেড় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার পতিরামে

0
1237

পাচারের আগেই দেড় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার পতিরামে। গ্রেফতার এক। তালিকায় হিলির কুখ্যাত পাচারকারী নাম।

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ জানুয়ারী —— পাচারের আগেই দেড় কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার, ঘটনায় গ্রেপ্তার এক। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার নাজিরপুর এলাকায়। ঘটনাস্থল থেকে প্রায় ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছে ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। বিএসএফ সুত্রের খবর অনুযায়ী, এদিন দুপুরে হিলি সীমান্ত থেকে একটি চারচাকা গাড়িতে চেপে ২০ টি সোনার বিস্কুট নিয়ে কলকাতা অভিমুখে যাচ্ছিল অভিযুক্ত গোকুল দাস। যার গোপন খবর পেয়েই পতিরামের নাজিরপুর এলাকায় ওই গাড়িটিকে আটক করে তল্লাশি অভিযান চালায় বিএসএফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের জওয়ানরা। যেখান থেকেই উদ্ধার হয়েছে ২০টি সোনার বিস্কুট। যার বাজার মুল্য প্রায় দেড় কোটি টাকা বলে দাবি বিএসএফের। যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোকুল দাস নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে বিএসএফ। যার বাড়ি হিলি ব্লকের মন্ডপ পাড়া এলাকায় বলেও জানতে পেরেছে বিএসএফ। শুধু তাই নয় উদ্ধার হওয়া ওই গাড়ির মালিক সিন্টু মন্ডল নামের এক ব্যক্তি বলেও জানতে পেরেছে বিএসএফ।। তবে উদ্ধার হওয়া ওই বিপুল পরিমান সোনার বিস্কুট পাচারের ঘটনায় ইতিমধ্যে হিলির কুখ্যাত পাচারকারী সিটুর নাম উঠে এসেছে বলেও বিএসএফ সুত্রের খবর। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তকে কাজে লাগিয়েই ওই কুখ্যাত পাচারকারী সোনা পাচারের কাজ দেদারে চালাচ্ছিলেন বলেও জানতে পেরেছে বিএসএফ। যদিও সোনা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে তেমন কিছু বলতে চাননি বিএসএফ আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here