পাচারের আগেই অটো বোঝাই ফেন্সিডিল উদ্ধার পতিরামে, চালক সহ কুমারগঞ্জের দুই ব্যক্তিকে গ্রেপ্তার পুলিশের

0
865

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ২৮ আগষ্ট ———– সীমান্তে পাচারের আগেই অটো বোঝাই ফেন্সিডিল উদ্ধার। চালক সহ দুইজনকে গ্রেপ্তার পুলিশের। উদ্ধার হয়েছে প্রায় এক হাজার ছয়শো বোতল নিষিদ্ধ কাফ সিরাফও। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে। ঘটনায় একটি অটোকেও আটক করেছে পতিরাম থানা। পুলিশ জানিয়েছে ধৃতরা হল সোলেমন আলী মন্ডল ও রফিকুল মোল্লা। সোলেমনের বাড়ি কুমারগঞ্জের ডাঙারহাট এলাকায় হলেও পেশায় অটোচালক রফিকুলের বাড়ি কুমারগঞ্জের সমজিয়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে পতিরামের বাউল এলাকা থেকে ফেন্সিডিল গুলি অটো বোঝাই করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কুমারগঞ্জ সীমান্তে। গোপন খবরের ভিত্তিতে পতিরাম থানার পুলিশ ওই অটোটিকে আটক করে প্রায় ১৬০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করে। যার আনুমানিক বাজার মুল্য প্রায় কয়েক লক্ষ টাকা। ঘটনায় অটো সহ তার চালক রফিকুল মোল্লা ও সোলেমন আলী মন্ডল নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠায় পতিরাম থানার পুলিশ। 


পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, সীমান্তে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল কাফ সিরাফ গুলি। গোপন খবরে ভিত্তিতে অটো বোঝাই ওই বিপুল পরিমান কাফ সিরাফ উদ্ধার হয়েছে। ধৃতদের রিমান্ড নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here