পাঁচ বছরে চার গুণ সম্পত্তি বৃদ্ধি সুকান্তর! সাংবাদিক বৈঠক করে অভিযোগ তৃণমূল মুখপাত্রের। পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ এপ্রিল ——– পাঁচ বছরে চারগুন সম্পত্তি বৃদ্ধি সুকান্তর! সাংবাদিক বৈঠক করে অভিযোগ তৃণমূল মুখপাত্রের। প্রায় তিনগুন সম্পত্তি বেড়েছে তার স্ত্রীরও। শুক্রবার একটি সাংবাদিক বৈঠক ডেকে বালুরঘাটের বিদায়ী সাংসদের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ এনেছে তৃণমূল। তাদের দাবি, আয় বহির্ভূত টাকা দিয়েই সুকান্ত বাবুর এই সম্পত্তি বৃদ্ধি হয়েছে। যার পরেও নিশ্চুপ ইডি-সিবি আই। অথচ তৃণমূল সাংসদদের প্রতিদিন ইডি-সিবি আয়ের ভয় দেখিয়ে দলে টানবার চেষ্টা করছে বিজেপি। যাকে প্রচারের হাতিয়ারও বানানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র জয়ন্ত দাস। যদিও এই ঘটনা নিয়ে পালটা তৃণমূল কেই চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বাবুর দাবি, তৃণমূল মুর্খের স্বর্গে বাস করছে।
তৃণমূলের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালে বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের অস্থাবর সম্পত্তির পরিমান ছিল ৮ লক্ষ ৬৩ হাজার ৯৩৮ টাকা। যার মধ্যে উল্লেখ ছিল স্কুটি, সোনা, জীবন বীমা ও ব্যাঙ্কে জমা টাকা। ২০২৪ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ লক্ষ ২৪ হাজার ৩০৫ টাকা। যার মধ্যে উল্লেখ রয়েছে গাড়ি, স্কুটি, জীবন বিমা, ব্যাঙ্কে জমা ও সোনার কথা। একইভাবে তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমানও বেড়েছে প্রায় তিনগুন। ২০১৯ সালে স্ত্রীর সম্পত্তির পরিমান ছিল ১৩ লক্ষ ১৯ হাজার ৯২৮ টাকা। যার মধ্যে উল্লেখ রয়েছে সোনা, ব্যাঙ্কে জমা, এফ ডি, গাড়ি, স্কুটি। ২০২৪ সালে যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ৯ হাজার ২২৬ টাকা। যার মধ্যে উল্লেখ রয়েছে সোনা, ব্যাঙ্কে জমা, মিউচুয়াল ফান্ড, গাড়ি, স্কুটি। যে পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল দাবি করেছে, পাচ বছরে সুকান্ত বাবু নিজের সংসদীয় এলাকার উন্নয়ন না করতে পারলেও নিজের সম্পত্তি চারগুন বাড়িয়ে নিয়েছেন। নির্বাচনের প্রাক্কালে যাকে ঘিরেই তুমুল চর্চা শুরু হয়েছে গোটা জেলাজুড়ে।
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মুখপাত্র জয়ন্ত দাস বলেন, বিগত পাচ বছরে একটি ট্রেন বন্ধ করে দিয়ে একটি ট্রেন চালু করেছেন সুকান্ত বাবু। যা কখনই উন্নয়নের তালিকায় আসে না। অথচ তার নিজের চারগুন সম্পত্তি বৃদ্ধি হয়েছে। যা সম্পুর্ন নিয়ম বহির্ভূত আয়ে। এখন ইডি-সিবি আই এসব দেখতে পাচ্ছে না।
বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে। তার স্ত্রী চাকরি করে। সমস্ত স্যালারি স্লিপের হিসাব দেওয়া রয়েছে।