পশ্চিমবঙ্গ বিধানসভার পি এ সি কমিটির চেয়ারম্যান হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

0
248

উত্তর দিনাজপুরঃ

পশ্চিমবঙ্গ বিধানসভার পি এ সি কমিটির চেয়ারম্যান হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কয়েকদিন আগেই এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুল রায়। উল্লেখ্য, এই দুই বিধায়কই গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। গত কয়েকদিন ধরে নানা জল্পনার অবসান ঘটিয়ে সোমবার কৃষ্ণ বাবুর এই গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ছড়িয়েছে রায়গঞ্জে তার অনুগামীদের মধ্যে।
২১-এর বিধানসভা নির্বাচনের পরই বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিলেন কৃষ্ণ কল্যাণী ।
দলত্যাগ বিরোধী আইনে তাঁরও বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছিল বিজেপি ।
রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যানের পদে মুকুল রায়কে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। তার মধ্যেই আচমকা এই পদ থেকে ইস্তফা দেন মুকুল। এরপরেই প্রশ্ন উঠছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব যাবে কার হাতে? প্রথম থেকেই শোনা গিয়েছিল বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম। অবশেষে সোমবার তাঁর নামেই সিলমোহর পড়ল। কাগজে কলমে তিনি বিজেপির বিধায়ক হলেও গত বছর অক্টোবর মাসে পদ্ম শিবির ত্যাগ করেছিলেন কৃষ্ণ কল্যাণী এবং পরে তিনি যোগ দেন তৃণমূলে। এই জল্পনার মধ্যেই সোমবার আরসি টিভি সংবাদকে কৃষ্ণবাবু জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদ পেয়ে দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। দক্ষতার সাথে এই কাজ করাই এখন তার মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here