পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে ১৯ দফা দাবিতে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করলেন সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দপ্তরে।
পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির উদ্যোগে বংশীহারী ব্লক এরিয়ার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মীরা একত্রিত হয়ে বুনিয়াদপুর শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দপ্তরে এসে লিখিত ভাবে ডেপুটেশন দেন। ডেপুটেশন দেওয়ার পর শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দপ্তরে সামনে বহু সময় ধরে করা হয় অবস্থান বিক্ষোভ।শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দপ্তরে সামনেই বিক্ষোভ করার পাশাপাশি জ্বালানো আগুন। ১৯ টি দাবীর মধ্যে গুরুত্বপূর্ণ দাবী হলো বিগত ১৫ বছর ধরে যেভাবে জিনিসপত্র দাম বেড়েছে তার পরেও দীর্ঘ ১৫ বছর ধরে জ্বালানির দাম বাড়ানো হয়নি। ডিম কেনার যেই টাকা দেওয়া হয় সেই হিসাবে ১.৫০ টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের দিতে হয়। এছাড়াও বিভিন্ন রকমের কাজ পঞ্চায়েত থেকে করিয়ে নেওয়া হচ্ছে যা আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা আমাদের ডিপার্টমেন্ট ছাড়া অন্য ডিপার্টমেন্টের কাজ করতে রাজি না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা।
এই বিষয়ে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির কনভেনার ইতি সাহা জানিয়েছেন আমরা আমাদের ১৯ টি দাবি নিয়ে আজকে বংশীহারী ব্লক কমিটির পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির সদস্যদের নিয়ে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করতে এসেছি সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক দপ্তরে। প্রচন্ড সমস্যার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, দ্রুত আমাদের সমস্যা সমাধান না করলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।