পশ্চিমবঙ্গে ভ্যাকসিন না পেয়ে প্রতিবেশী অসমের শরণাপন্ন হল তুফানগঞ্জ ২ ব্লকের বাসিন্দারা।

0
411

কোচবিহার :- পশ্চিমবঙ্গে ভ্যাকসিন না পেয়ে প্রতিবেশী অসমের শরণাপন্ন হল তুফানগঞ্জ ২ ব্লকের বাসিন্দারা। মঙ্গলবার থেকে অসম বাংলা সীমান্তের ছাগলিয়ায় কোভিড ভ্যাকসিনের বিশেষ শিবির শুরু করল অসম সরকার। সেই শিবিরে অসমের বাসিন্দা থেকে সীমান্ত সংলগ্ন তুফানগঞ্জ ২ ব্লকের বাসিন্দাদের ভিড় বেশি বলে অসম প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রতিদিন প্রায় ২৫০ জনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মঙ্গল-বুধবার ২ দিনে তুফানগঞ্জ বালাকুটি শিলঘাগুড়ি, ভানুকুমারী, শালডাঙ্গা, বক্সিরহাট প্রভৃতি এলাকার থেকে প্রায় ৩০০ মানুষ এই শিবিরে ভ্যাকসিন দেন। একদিকে, সহজেই ভ্যাকসিন পেয়ে যেমন খুশি সাধারণ মানুষ। অপরদিকে, প্রতিবেশী রাজ্যের মানুষকে সহযোগিতা করতে পেরে খুশি অসম প্রশাসন।


বালাকুঠির, তুফানগঞ্জ, ভানুকুমারী বাসিন্দারা জানান, তারা করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য দীর্ঘদিন থেকেই বিভিন্ন জায়গার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ঘুরেছেন। কিন্তু কোথাও ভ্যাকসিন দিতে পারেননি। অবশেষে খবর পেয়ে সীমান্ত পেরিয়ে অসমে এসে তারা সহজেই ভ্যাকসিন দিতে পেরে খুব খুশি। সেইসঙ্গে তারা জানান, যেভাবে এই শিবিরে ভ্যাকসিনের পরিষেবা দেওয়া হচ্ছে সেই ব্যবস্থাতেও তারা খুশি। অসম ছাগলিয়ার ওই শিবিরের দায়িত্বে থাকা অসমের স্বাস্থ্যকর্মীরা জানান, প্রতিদিন প্রায় ২৫০ জনের টিকাকরণ করছেন। একটি পরিচয়পত্র থাকলেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অসম বা বাংলার মানুষ হিসেবে কাউকে আলাদা বিচার করা হচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here