চাঁচল:- পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, লাগামহীন দুর্নীতি করছেন শাসক দলের নেতারা। এই অভিযোগে মালদা জেলার চাচলে SDO অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ এ বসলেন বিজেপি নেতৃত্ব। এ দিল এ বিক্ষোভে নেতৃত্ব দেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এছাড়াও এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলার বিজেপির পর্যবেক্ষক শুভেন্দু সরকার, মালদা জেলা বিজেপি সম্পাদক দীপঙ্কর রাম অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

এদিন প্রথমে তারা চাচোল স্টেডিয়াম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যা গোটা চাচোল শহর পরিক্রমা করার পর চাচোল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। এদিন ওই অবস্থান-বিক্ষোভ থেকে রাজ্য সরকার ও তার বিভিন্ন দপ্তর গুলি নিয়ে সমালোচনা করেন উত্তর মালদার বিজেপি সংসদ খগেন মুর্মু।সংসদ খগেন মুর্মুর অভিযোগ দিনের পর দিন এই বাংলায় সন্ত্রাসের রাজনীতি তৈরি হচ্ছে আর তাতে পুরোপুরিভাবে মদত দিচ্ছে রাজ্যের শাসক দল। দিনের পর দিন বিজেপি কর্মীদের কে শাসক দলের নেতাকর্মীরা খুন করে চলেছেন। এতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের সমস্ত দপ্তরি চুপ করে রয়েছেন। আজ বাংলার গণতন্ত্র একেবারে বিপন্ন। বাংলার গণতন্ত্রকে রক্ষার জন্যই আজ গোটা রাজ্য জুড়ে জেলার প্রতিটি মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ করছেন ভারতীয় জনতা পার্টি। তাই এদিন মালদহের চাচল মহকুমা শাসকের দপ্তরে সামনে অবস্থান-বিক্ষোভ এ বসেছেন বিজেপি নেতৃত্বরা। এদিন সকাল এগারোটা থেকে ওই অবস্থান বিক্ষোভ শুরু হয় বিকেল চারটে পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।