পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়”-কড়া মন্তব্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর

0
29

শিলিগুড়ি:-

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হল কেন্দ্র।কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।শনিবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন,“পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়।সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে।”তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান,বিচার ব্যবস্থাকে আরও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।উত্তরবঙ্গের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই এই দাবিতে সরব ছিলেন।সার্কিট বেঞ্চ চালু হলে বিচার পেতে আর কলকাতা যেতে হবে না-এতে সময় ও খরচ দুটোই কমবে বলে জানান তিনি।তবে বিচারব্যবস্থার প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন রাম মেঘওয়াল।তাঁর দাবি,রাজ্যে একের পর এক অপরাধের ঘটনা সামনে আসছে,যা আইনশৃঙ্খলার দুরবস্থার দিকেই ইঙ্গিত করছে।যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান।কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে।শাসক-বিরোধী তরজার মাঝেই জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠান যে বাড়তি রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে,তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here