পর্যটকদের জন্য সাইকেলে চেপে ডুয়ার্স ঘোরার ব্যবস্থা চালু করল আলিপুরদু়য়ার জেলা প্রশাসন

0
306

পর্যটকদের জন্য সাইকেলে চেপে ডুয়ার্স ঘোরার ব্যবস্থা চালু করল আলিপুরদু়য়ার জেলা প্রশাসন

রবিবার সকাল ৭ টা নাগাদ দমনপুর থেকে রাজাভাতখাওয়া ওবধি পর্যটকদের জন্য সাইকেল ব্যবস্থা চালু করল জেলা প্রশাসন। জানাগেছে মাত্রা ৫০ টাকা ব্যয়ে এবার বাক্সা’র জঙ্গল এলাকা ঘুরতে পারবেন পর্যটকরা। জেলা প্রশাসনের তরফে ডুয়ার্স দর্শন নামক প্রকল্পের মাধ্যমে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে ৫ টি সাইকেল তুলে দেয়া হয়। এখন থেকে সাইকেল নিয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন পর্যটকরা। তার জন্য দিতেভাবে শুধু মাত্র ৫০ টাকা। এদিন দমনপুর এলাকা থেকে এই পরিষেবার শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, অতিরিক্ত জেলাশাসক স্মৃতি রঞ্জন মহান্তি ও প্রকল্পের অতিরিক্ত ক্ষেত্র আধিকারিক প্রবীণ কাসোয়ান সহ অন্যান্য আধিকারিকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here