পরিযায়ী শ্রমিকদের রেশনের কূপন মেম্বারের পরিবারে ও সুপারভাইজারের নাম, প্রতিবাদে বিক্ষোভ চাঁচলে।

0
654

চাঁচলঃ পরিযায়ী শ্রমিকের রেশন চালের তালিকায় নাম রয়েছে পঞ্চায়েত সদস‍্যের ছেলে ও আরো পরিবারের সদস‍্য সহ এনআরইজিএসের সুপারভাইজারের বলে অভিযোগ। প্রতিবাদে পঞ্চায়েত দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ অবস্থান করল তালিকায় নাম না থাকা শতাধিক প্রকৃত শ্রমিকরা। তার জেরে পঞ্চায়েতের ভিতরে আটকে পড়েন কর্মী ও পঞ্চায়েত প্রধান।

সোমবার মালদহের চাঁচল ১ নং ব্লকের কংগ্রেস পরিচালিত মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
অবস্থান বিক্ষোভ চললেও প্রধানের সাড়া না মেলায় শ্রমিকরা উত্তেজিত হয়ে পঞ্চায়েতের তালা খুলে প্রধান কক্ষের দিকেও চড়াও হয়। পরে দুঘন্টা বিক্ষোভের পর প্রকৃত শ্রমিকদের আশ্বাস দেওয়া হয় প্রধানের তরফে। পরে অবস্থান স্থগিত করেন শ্রমিকরা।

ভিনরাজ‍্য ফেরত ধঞ্জনা গ্রামের শ্রমিক আনসার আলীর অভিযোগ,আমরা ভিনরাজ‍্য গিয়ে বিপাকে পরি। কোনো মতে বাড়ি ফিরেছি। রাজ‍্য সরকার ঘোষনা করেছেন শ্রমিকরা চাল পাবে। তবে এক মাস গড়িয়ে গেলেও চালের তালিকায় নাম আসে না আমার। অথচ পঞ্চায়েত সদস‍্যের ছেলে-ভাইপো,ভাশুর সহ ১০০ দিনের কাজের সূপার ভাইজার ভিনরাজ‍্যে যায়নি তাদের নাম রয়েছে তালিকায়।
আমরা প্রকৃতরা বঞ্চিত রয়েছি কেন?

সম্প্রীতি জগন্নাথপুরের গমর আলী ও তার ছেলে নূর আলম মুম্বাই থেকে লকডাউনেই ঘরে ফিরেছেন। অথচ এখনো তাদের রেশনে তালিকায় নাম নেই। তাদের অভিযোগ, আমরা প্রকৃত শ্রমিকরায় বঞ্চিত অথচ মেম্বাররা নিজের স্বজনপোষনে ছেলে ও তার পরিবারদের নামে রেশন কূপন সংগ্রহ করছেন। এমনকি তাদের সহগামী ১০০ দিনের কাজের সহগামীরাও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে আমরা প্রকৃতরা বঞ্চিত থাকায় বিক্ষোভ অবস্থান করেছি বলে জানিয়েদেন বিক্ষোভকারীরা।

বিষ্টপুরের নূরেশা বিবি সপরিবারের রাজস্থান ফেরত হলেও তাদের নাম নায় বলে অভিযোগ। ওই এলাকার ১০০ দিনের কাজের রক্ষনাবেক্ষন এক কথায় সুপার ভাইজারের নাম রেশনে তালিকাভুক্ত রয়েছে। তাদের অভিযোগ।
দুঘন্টা পর প্রধানের আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ অবস্থান তুলেদেন।

এপ্রসঙ্গে কংগ্রেসের পঞ্চায়েত প্রধান গোপাল চৌধূরী বলেন, দফায় দফায় তালিকা আসছে পঞ্চায়েতে। সব শ্রমিকই চালের কূপন পাবে। তবে পঞ্চায়েত থেকে তালিকা নির্ধারিত হয় না। উর্ধ্বতন কর্তৃপক্ষ পঞ্চায়েতে তালিকা প্রদান করে।
অপ্রকৃত শ্রমিকদের নামের লিখিত অভিযোগ করলে তা বিডিও কে জানিয়ে বাতিল করা হবে।
তবে তৃণমূলের মদতেই শ্রমিকদের উদ‍্যত করে এই বিক্ষোভ বলে দাবী প্রধানের। পঞ্চায়েতের নামে কুৎসা রটানোর জন‍্য এই প্রয়াস তৃণমূলের বলে দাবী।

মহানন্দাপুর পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত। তাদের মেম্বাররা নিজের পরিবারের নাম ঢুকিয়েছেন তালিকায়।অথচ এই এলাকার শতাধিক প্রকৃত শ্রমিক এদিন বিক্ষোভ দেখিয়েছেন বলে জানিয়ে দেন তৃণমূলের চাঁচল ১ নং পঞ্চায়েত সমিতির সদস‍্য মতিউর খাঁন।

চাল চুরির ঘটনা পঞ্চায়েত এলাকাগুলিতে ক্রমশই বেড়ে চলেছে। তৃণমূল,কংগ্রেস সবাই যুক্ত এই কাজে। আমাদের দলের থাকলেও এমন ঘটনা মানা যাবেনা। চাল চুরির ঘটনা রোধে প্রশাসনকে ব‍্যবস্থা নিতে হবে। এদিন চাঁচলে বিজেপির দলীয় কার্যালয় উদ্ভোদনে এসে এমনই মন্তব্য করেন উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু।

চাঁচল ১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানান, অপ্রকৃত কারা কূপন পেয়েছে বা তালিকায় নাম রয়েছে, লিখিত অভিযোগ পেলে তা প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here