শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর, ০৮, দক্ষিণ দিনাজপুর:-প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা। এর সমাধানে ব্যক্তি, সমাজ ও সরকার সকলে মিলে কাজ করতে হবে। প্লাস্টিক বর্জ্য কমানো, পুনর্ব্যবহার করা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই দূষণ মোকাবিলা করা সম্ভব। প্লাস্টিক দূষণ রোধ করতে বংশীহারী ব্লকের পক্ষ থেকে পরিচ্ছন্ন বজায় অভিযান কর্মসূচি একাধিকবার করা হয়েছে। মঙ্গলবার বংশীহারী ব্লকের অন্তর্গত মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক দূষণ রোধ করতে ও পরিচ্ছন্ন বাজার অভিযান কর্মসূচি পালন করা হলো। এদিন জয়েন্ট বিডিওর উপস্থিতিতে মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক দূষণ রোধ করতে ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে একটি আলোচনা সভা করা হয়। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য পাথরঘাটা এলাকার দোকানদারদের মধ্যে লিফলেট বিলি করা হয়। এছাড়াও ওই এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে পাথরঘাটা হাট খোলা থেকে শুরু করে পাথরঘাটা সুদর্শননগর উচ্চি বিদ্যালয় পর্যন্ত একটি র্যালি করা হয়। এদিনের এই কর্মসূচিতে জয়েন্ট বিডিও মানবেন্দ্র নাথ সাহা, সিবিডিসিপি র সুপার ভাইজার টারজেন আলী, ভিএসটি ও ভিসিটি সকল সদস্যরা, মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের কর্মচারী বিন্দো সহ গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই এক বারে না হলেও আস্তে আস্তে রোধ করা করতে হবে বলে জানিয়েছেন জয়েন্ট বিডিও মানবেন্দ্র নাথ সাহা।
এই বিষয়ে জয়েন্ট বিডিও মানবেন্দ্র নাথ সাহা জানিয়েছেন আমরা মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক দূষণ রোধ করতে ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে একটি আলোচনা সভা করলাম। এছাড়াও ওই এলাকার দোকানদারদের মধ্যে লিফলেট বিলি করা হয়েছে। সঙ্গে ওই এলাকার স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র্যালি করা হয় পাথরঘাটা এলাকাজুড়ে। এক বারে না হলেই আস্তে আস্তে আমরা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এরকম কর্মসূচি আগামীতেও করেছি ভবিষ্যতেও করবো