গঙ্গারামপুর কালদিঘী পরশ হেলথ কেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিংহোমের তরফে গঙ্গারামপুরে ঠেঙ্গাপাড়াতে ২০০ জনের উপরে দুঃস্থ মানুষজনদেরকে বিনামূল্যে স্বাস্থ্যপরিসেবা দেওয়া হল, নার্সিংহোম কর্তৃপক্ষকে কর্তৃপক্ষকে সাধুবাদ জানালেন সকলেই
শীতল চক্রবর্তী বালুরঘাট ২১সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর। দুস্থ মানুষজনদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যপরিসেবা দিল গঙ্গারামপুরে মাল্টিস্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি পরশ হেলথ কেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিংহোমের তরফে কর্তৃপক্ষ ঠেঙ্গাপাড়া এলাকায় প্রায় ২০০ দুস্থ বাসিন্দাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করলো। সেখানেই নার্সিংহোম কর্তৃপক্ষের পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক থেকে শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।এমন পরিষেবা পেয়ে খুশি হয়েছেন ঠেঙ্গাপাড়া এলাকার মানুষজনেরাও। গঙ্গারামপুর শহরে কালদিঘিতে পরশ-সুপার স্পেশালিটি নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে পরিষেবা কেন্দ্রটি খোলার পর থেকেই তারা সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন।রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরেই পরশ হেলথ কেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিংহোমটি উদ্বোধনের পর থেকেই তারা মানুষজনদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।শনিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুর ঠাঙ্গাপাড়া এলাকায় পরশ হেলথ কেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিংহোমের কর্তৃপক্ষের তরফে এক ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।সেখানে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক ডক্টর উজ্জ্বল সরকার,শিক্ষিকা মিতু সরকার, নার্সিংহোমের ম্যানেজার প্রান্তিক সরকার, সমাজসেবী বিজয় রায়, মহকুমা হাসপাতালে বেশ কয়েকজন বিভিন্ন বিভাগের চিকিৎসক , এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।পরশ হেলথ কেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিংহোমের তরফে সেখানে চক্ষু পরীক্ষা, বিভিন্ন ধরনের চেকআপ, মহিলাদের মহিলাদের নানা ধরনের সমস্যার বিষয়ে সচেতন করার পাশাপাশি নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে ওই সমস্ত চিকিৎসকদের দিয়ে বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হয়। এবিষয়ে পরশ হেলথ কেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিংহোমের ম্যানেজার প্রান্তিক সরকার বলেন,”নার্সিংহোম উদ্বোধনের দিন থেকে আমরা মানুষজনদের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করে স্বাস্থ্যপরিসেবা দিয়ে এসেছি। আগামী দিনে তা বিভিন্ন জায়গায় করা হবে।” পরশ হেলথ কেয়ার মাল্টি স্পেশালিটি নার্সিংহোমের তরফে পরিষেবা পেয়ে খুশি হয়ে এলাকাবাসী বিজয় সরকার, তপতী সরকারীরা জানান,”ওই নার্সিংহোম কর্তৃপক্ষের এমন মানবিক মুখ আমরা খুবই প্রশংসিত ধন্যবাদ জানাই তাদের আমাদের মত পরিবারের লোকজনদের এমন পরিষেবা দেওয়ার জন্য।” পরশ মাল্টি স্পেশালিটি নার্সিংহোম কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।