পথ নিরাপত্তা সপ্তাহ পালন গঙ্গারামপুরে, উদ্যোগ ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের,সাধুবাদ জানালেন সকলেই
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ৭ জুলাই, দক্ষিণ দিনাজপুর
গঙ্গারামপুরের ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে সোমবার বিকেলে পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের ডিএসপি বিল্ল মঙ্গল সাহা, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র, ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক ওসি দিলীপবাবু, উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরন কুন্ডু সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের সূচনায় অতিথিদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এরপর ফুলবাড়ি এলাকার স্কুলছাত্রীদের অংশগ্রহণে পরিবেশিত হয় একাধিক পথ নাটিকা, যেখানে দুর্ঘটনা কিভাবে ঘটে এবং তা প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ কী হতে পারে তা তুলে ধরা হয়। নাটিকা দেখে উপস্থিত জনতা যথেষ্ট সচেতন হয়েছেন বলেও জানান আয়োজকরা।
ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা জানান, “পথচারীদের সচেতন করতেই এই নাটিকার আয়োজন, যা জেলা পুলিশ সুপারের নির্দেশে হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ চলবে।”
ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের ওসি দিলীপবাবু বলেন, “নাটকের মাধ্যমে গাড়ি চালক ও পথচারী উভয়ই সচেতন হবেন বলে আমরা বিশ্বাস করি।”
উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরন কুন্ডু বলেন, “সরকার সর্বদা পথ নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে। এই উদ্যোগ প্রশংসনীয়। ট্রাফিক বিভাগকে ধন্যবাদ জানাই।”