পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র গঙ্গারামপুরে

0
565

বিয়ের সাত মাসের মাথায় পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র গঙ্গারামপুরের ফুলবাড়ী বিএড কলেজে এলাকা,ঘাতক এনবিএসটিসি গাড়িতে ব্যাপক ভাঙচুর এলাকাবাদীদের।ট্রাফিক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এলাকাবাসীদের-করা হলো পথ অবরোধও

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২১ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর বিয়ের সাত মাসের মাথায় স্ত্রীকে শ্বশুরবাড়িতে আনতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলে এক যুবকের।ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ির বিএড কলেজ এলাকায়।উত্তেজিত এলাকাবাসীরা ঘাতক সরকারী স্টেট বাসটি ভাঙচুর ও ট্রাফিক পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।অভিযোগ,ট্রাফিক পুলিশের চেকিং চলার সময় এমন দুর্ঘটনায় ঘটার প্রতিবাদ জানিয়েই দীর্ঘ সময় ধরে বালুরঘাট ভায়া গঙ্গারামপুর ৫১২নম্বর জাতীয় সড়ক ফুলবাড়ী বিএড কলেজের সামনে ক্ষুব্ধ এলাকাবাসীরা অবরোধ করে রাখে।থানা থেকে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ মুক্ত করে।পুরো ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে,শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার শ্যামপুরএলাকার বাসিন্দা মৃত ওই যুবকের নাম মৃন্ময় দাস ,বয়স(৩৫)বছর।এদিন সকালে তার মোটরবাইক নিয়ে পতিরাম থানার বাউলের খারাইল এলাকায় শ্বশুরবাড়িতে যাবার উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে যাওয়ার আসর জন্য মৃত যুবক বাইক চালিয়ে আসছিল গঙ্গারামপুর থানার ফুলবাড়ির বিএড কলেজের দিকে।অন্যদিকে বালুরঘাটের দিক থেকে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই মোটরবাইকটিকে ফুলবাড়ী বিএড কলেজের সামনে ধাক্কা দিলে গুরুতর ভাবে সে আহত হয়।পরে তাকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীরা ঘাতক সরকারি ওই গাড়িটিকে ব্যাপক ভাংচুর করে।এমনকি ট্রাফিক পুলিশের সঙ্গে এলাকাবাসীরা ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়ে। এলাকাবাসী পাপ্পু সরকার অভিযোগ করে বলেন,ট্রাফিক পুলিশ একটু সজাগ হলেই এমন দুর্ঘটনা ঘটতো না।ঘটনার প্রতিবাদ জানিয়েই আন্দোলনে নামা হয়েছে। মৃত যুবকের স্ত্রীর দাদা শঙ্কর মহন্ত বলেন,বোনকে নিয়ে আসার জন্য আসতেই জামাই দুর্ঘটনার কবলে পড়ে। ফুলবাড়ী বিএড কলেজের ট্রাফিক পুলিশের চেকিং এর জায়গায় এমন ঘটনাটি ঘটেছে।বিয়ের সাত মাসের মাথায় জামাইকে হারালাম। দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ জানিয়েছেন পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এমন ঘটনায় মৃতের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here