শীতল চক্রবর্তী বুনিয়াদপুর, 6 জানুয়ারি দক্ষিণ দিনাজপুর :-পুলিশ সূত্রে খবর মৃত ঐ তৃণমূল নেতার নাম জয়দেব বাগচী বয়স 35 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে 7 জানুয়ারি জনসভার জন্য বুধ ভিত্তিক কর্মী সম্মেলনের জন্যে মঙ্গলবার সন্ধ্যা বেলা বাড়ি থেকে বেরিয়ে বুনিয়াদপুর এর দিকে আসার সময় অবৈধভাবে রাস্তার মধ্যে পাথর রাখায় সেই পাথরের ডিপিতে নিয়ন্ত্রণ হারিয়ে সেই পাথরের ডিপির সাথে ধাক্কা মারে, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে প্রথমে কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসে, সেই তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করে, সেখানে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। বারবার এই অবৈধ পাথর কারবারিরা রাস্তার মধ্যে পাথর ফেলেছে তার ফলে বারবার প্রাণ যাচ্ছে বহু স্থানীয় লোকের।এর আগেও বুনিয়াদপুর বন্ধন ব্যাংকের সামনে রাস্তার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ীরা পাথর বালি রাখছে।এর ফলে প্রাণ গিয়েছে তিনজনের।

এ বিষয়ে এক এলাকাবাসী বিশ্বজিৎ বাগচী জানিয়েছেন,আমরা খবর পাই আমাদের পাড়ার ছেলে জয়দীপ বাগচী একজন একনিষ্ঠ তৃণমূল কর্মী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে বুধ ভিত্তিক কর্মী সম্মেলন এর জন্য বুনিয়াদপুর এর দিকে আসার সময় মোল্লাপাড়া এলাকায় তার অ্যাক্সিডেন্ট হয়। আমরা ঘটনাস্থলে যেয়ে দেখি পাথরের ডিপিতে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। আমরা চাই প্রশাসন এইদিকে নজর দিক। (বিশ্বজিৎ বাগচী) এলাকাবাসী।

তৃণমূল কর্মী জয়দেব বাগচীর মৃত্যুর খবর পেয়ে জেলা সভাপতি বংশীহারী থানায় ছুটে আসেন।
এ বিষয়ে জেলা সভাপতি গৌতম দাস জানিয়েছেন অবৈধভাবে রাস্তার ধরে পাথর রাখা আছে কিনা জানিনা,
পুলিশ প্রশাসন আছে তারা বিষয়টি দেখছে। জয়দেব বাগচী একনিষ্ঠ কর্মী ছিল তার পরিবারে দলের তরফ থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।
বাইট – গৌতম দাস (জেলা সভাপতি)
অবৈধভাবে রাস্তার ধারে পাথর বালি ফেলে রেখে ব্যবসা চালাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীরা। আর তার জন্য প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এখন দেখার এটাই কবে পুলিশ প্রশাসনের ঘুম ভাঙ্গে। আদৌ ভাঙ্গে কিনা সেটাই দেখার। এরকম ঘটনায় গভীর ভাবে শোকাহত এলাকাবাসী থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বরা।