পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত পাথরঘাটা চটকাহার এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় আহত ব্যক্তিদের নাম নিরঞ্জন বিশ্বাস বয়স 60, সরকার হেমরম বয়েস 58, গৌরাঙ্গ সরকার বয়েস 27, সম মার্ডি বয়স 26 সহ আরো বেশ কয়েক জন।
NH512 নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী অটোতে করে দৌলতপুর থেকে বুনিয়াদপুর এর দিকে আসছিল। আসার সময় পিছন দিক থেকে একটি বলেরো পিকআপ পাথরঘাটা চটকাহারে সজোরে ধাক্কা মারে অটোটিকে। অটোতে থাকা প্যাসেঞ্জার রা প্রায় সবাই আহত হয়। আহত ব্যক্তিদের তৈরি করে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। কয়েকজনকে উত্তর চিকিৎসার জন্য পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
এ বিষয়ে 2 আহত ব্যক্তি নিরঞ্জন বিশ্বাস ও সরকার হেমরম জানিয়েছেন আমরা অটোতে করে আসছিলাম। চটকা হারে প্যাসেঞ্জার নামানোর সময় পিছন দিক থেকে একটি বুলেরো ভ্যান সজোরে ধাক্কা মারে অটোটিকে। আহত হয় অটোতে থাকা প্রায় সবাই।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। বংশীহারী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।