পথ দুর্ঘটনায় আহত হলো তিন। ঘটনাটি ঘটেছে বংশীহারী থানার পাঠানপাড়া এলাকায়

0
1076

পথ দুর্ঘটনায় আহত হলো তিনজন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত 9 টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাঠানপাড়া এলাকায়।

        শীতল চক্রবর্তী ,বুনিয়াদপুর :---পুলিশ সূত্রে খবর গঙ্গারামপুর থানার কাটাবাড়ি থেকে ঠাকুর দেখতে বুনিয়াদপুর এর দিকে আসার সময় পাঠানপাড়া এলাকায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হয় ধীরেন সরকার, সহ আরো দুজন। আহতরা হলেন নিত্যানন্দ সরকার, আনন্দ মণ্ডল, ও ধীরেন সরকার।এলাকাবাসী ও বংশীহারী থানার পুলিশ তড়িঘড়ি ওই তিনজনকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। তিনজনের মধ্যে ধীরেন সরকারের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা তাকে রায়গঞ্জে রেফার করেন ও বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আহত নিত্যানন্দ সরকার জানান, এদিন আমরা কাটাবাড়ি থেকে মহিপাল দিয়ে বুনিয়াদপুরে এসেছিলাম প্রতিমা দেখতে। বাড়ি ঘুরে যাওয়ার সময় পাঠানপাড়া তে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে ও আমরা তিনজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে বংশীহারী থানার পুলিশ জানিয়েছেন হেলমেট না থাকার কারণেই এই দুর্ঘটনা, আমরা চাই সবাই উৎসবে মেতে উঠুক, কিন্তু বাইক চালানোর সময় হেলমেট হেলমেট পড়া জরুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here