শিলিগুড়ি:-কাওয়াখালী এলাকাতেই মাঝে মধ্যে লেগে রয়েছে ছোট বড় দুর্ঘটনা।এই দুর্ঘটনায় পথ চলতি মানুষদের সচেতন করতে উদ্যোগী শিলিগুড়ি মেট্রোপল্টন পুলিশের ট্রাফিক বিভাগের কাওয়াখালী ট্রাফিক গার্ড।বৃহস্পতিবার ট্রাফিক বিভাগে তরফে ট্রাফিক আইন পাশাপাশি যাতে কোন গাড়ি দ্রুত গতিতে না চলে সেই বিষয় নিয়ে সচেতন করা হয়।
Home বাংলা উত্তর বাংলা পথ চলতি মানুষদের সচেতন করতে উদ্যোগী শিলিগুড়ি মেট্রোপল্টন পুলিশের ট্রাফিক বিভাগের কাওয়াখালী...