পথদুর্ঘটনায় স্কুল ছাত্র কিশোরের মৃত্যুর ঘটনায় শোরগোল

0
533

গঙ্গারামপুরে কালিতলাতে পথদুর্ঘটনায় স্কুল ছাত্র কিশোরের মৃত্যুর ঘটনায় শোরগোল, অবরোধে কয়েক ঘন্টা যানজট,ক্ষোভ বিধায়কের

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২২ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর।ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল স্কুল ছাত্র এক কিশোরের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের পুনর্ভবা সেতুর সামনে।ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৫১২নম্বর বালুরঘাট – মালদা রাজ্য সড়কে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গঙ্গারামপুরের বিজেপির বিধায়কও।পুলিশ এসে দীর্ঘ সময় শহর এলাকার বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। ঘটনায় মৃতের পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া চেয়ারম্যান এসেছে। গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে ,”মৃত ওই স্কুলছাত্র কিশোরের নাম সৈকত দাস (১৪)। তার বাড়ি গঙ্গারামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদার পাড়ায়।পুলিশ ঘাতক ট্র্যাক্টর সহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গিয়েছে গঙ্গারামপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া এলাকার বাসিন্দা সৈকত নবম শ্রেনীর ছাত্র। বুধবার দুপুরে কালীতলা থেকে বাড়ি ফিরছিল সে।পুনভর্বা সেতু পার হতে ইট বোঝাই একটি ট্র্যাক্টর তাকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ধাক্কা মারে। ঘটনার খবর পেতে দ্রুত ঘটনাস্থলে ছুঁটে আসেন গঙ্গারামপুরের ট্রাফিক ওসি রজত প্রধান ও গঙ্গারামপুর থানার পুলিশ।তড়িঘড়ি নাবালক ওই ছাত্রকে উদ্ধার করে নিয়ে গঙ্গারামপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের বাবা বিষয় সবজি বিক্রেতা বলেন,”ছেলে যেভাবে চলে যাবে ভাবতেই পারেনি”। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক
সত্যেন্দ্রনাথ রায়।বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় অভিযোগ করে বলেন,”পুলিশ যানজট মুক্ত করতে ব্যর্থ হয়েছে,তাই এমন দুর্ঘটনা ঘটে চলছে শহরে। এদিকে ৫১২নম্বর বালুঘাট ভায়া মালদা জাতীয় সড়কে দুর্ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।আটকে পড়েন দুর দুরান্তের যাত্রীরা।বেশ কিছু সময় পর পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার জানিয়েছেন, পুলিশ মৃতদে উদ্ধার করে যানজটমুক্ত করেছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এমন ঘটনায় মৃতের পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here