পথচারীদের সুবিধার্থে বিধায়কের তহবিল থেকে প্রায় লক্ষাধিক টাকা বরাদ্দে, সোলার সিস্টেম উচ্চ পথবাতি বসানো হলো

0
129

হরিরামপুর: পথচারীদের সুবিধার্থে বিধায়কের তহবিল থেকে প্রায় লক্ষাধিক টাকা বরাদ্দে, সোলার সিস্টেম উচ্চপদ বাতি বসানো হলো দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের ঝিনাই কুড়ি মোরে এদিন হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে সোলার সিস্টেম উচ্চ পথবাতির উদ্বোধন করা হয়। যেখানে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূলের একাধিক নেতা ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন । হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের ঝিনাইকুড়ি মোরে দীর্ঘদিন ধরে পথ বাতির অভাব ছিল যার ফলে সমস্যায় পড়তে হতো পথ চলতি মানুষজনদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও গ্রামের মানুষজনদের এলাকার মানুষজনদের অসুবিধার কথা মাথায় রেখে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিধায়ক তহবিল থেকে প্রায় চার লক্ষ টাকা বরাদ্দে সোমবার বিকেলে ওই ঝিনাই কুঁড়ি মোরে বসানো হয় সোলার সিস্টেম উচ্চ পদ বাতি।এদিনের এই সোলার সিস্টেম উচ্চ পদবাতি উদ্বোধনে সোলার সিস্টেম উচ্চ পদ বাতিটি ফিতে কেটে কেটে ও নারকেল ফাটিয়ে উদ্বোধন করা হয় যেখানে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলার অন্যতম নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সার্দুল মিত্র , জেলা পরিষদের মেন্টর এস সরকার,হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়াসিন আলী, হরিরামপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি মনোজিৎ দাস, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ খগেশ্বর দেব শর্মা, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পি নুনিয়া,বৈরহাট্টা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তোফাজ্জল হোসেন, বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের প্রধান আনসার আলী সহ আরো অনেকেই। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন,”মানুষজনদের সুবিধায় আমরা কাজ করে যাচ্ছি।যা আগামীতেও করা হবে ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here