শীতল চক্রবর্তী,গঙ্গারামপুর ২ জুলাই দক্ষিণ দিনাজপুর : রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস প্রার্থী হোসেন আলি মন্ডল।
তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের চান্দুহাটি দুর্গাপুর এলাকার বাসিন্দা হোসেন আলি মন্ডল। এক সময় দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের চান্দুহাটি দুর্গাপুর,মাঝিখন্ডা এলাকা আরএসপির শক্তঘাটি ছিল। ২০১৮ সালে আরএসপি দুর্গে হোসেন আলি মন্ডলকে পঞ্চায়েত সমিতির প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। প্রথমবার ভোট দাড়িয়ে আরএসপিকে হারিয়ে জয়ী হয় হোসেন সাহেব। সেই সাথে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি দখল করায় হোসেন সাহেবকে পূর্ত কর্মাধ্যক্ষ করে দল। এবার ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনেও তপন সমিতির ৪ নম্বর আসনে বিদায়ী পূর্ত কর্মাধ্যক্ষ হোসেন আলি মন্ডলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হবার পর থেকে তিনি দলীয় কর্মী ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে প্রচারে ঝাপিয়েছেন। রবিবারও মাঝিখন্ডা,নধন,ও দুর্গাপুর,চান্দুহাটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। প্রচার ঘিরে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মত।