পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে প্রতিটি বুথ ধরে ধরে কর্মী সভা শুরু করেছে তৃণমূল কংগ্রেস

0
453

  গঙ্গারামপুর,২৮ মে : সামনে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে প্রতিটি বুথ ধরে ধরে কর্মী সভা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। পাশাশাশি শাখা সংগঠনের কর্মীদের মনোবল চাঙা করতে উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মত সভা করল জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে গঙ্গারামপুর শহরে হাইরোড়ে অবস্থিত তৃণমূল কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সামনে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের আগে মূল সংগঠনের পাশাশাশি শাখা সংগঠন কর্মীদের নিয়েও বৈঠক শুরু করেছে তৃণমূল। বিশেষ করে দন্ডি কান্ড নিয়ে জেলায় কিছুটা হলেও ব্যাকফুটে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে যাতে সংগঠন আরো শক্তিশালী হয়। এবং ভোটের রণকৌশল কি হবে তা নিয়েও আলোচনা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ,জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার,তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ললিতা টিগ্গা,জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা প্রমুখ।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার বলেন,পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অঞ্চলে অঞ্চলে কর্মীসভা করা হচ্ছে। তার পাশাশাশি শাখা সংগঠনের কর্মকর্তারা নিয়েও সভা করছি আমরা। সেই মত আজকে জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বদের নিয়ে সভা করা হল।
জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা জেলা,বিজেপি যেভাবে আদিবাসী মানুষজনের ওপর অত্যাচার নামিয়ে নিয়ে আসছে। সেটাকে কীভাবে আমরা মোকাবিলা করে পঞ্চায়েত ভোটে লড়াই করব তার রণকৌশল ঠিক করতে আজকে সভা। পাশাশাশি সন্তোষ বাবু বলেন,আমরা দেখলাম রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা হওয়া সত্ত্বেও আজকে সাংসদ ভবন উদ্ধোধনে তাঁর নাম রাখা হল না। এতে আমরা আদিবাসীরা লজ্জিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here