গঙ্গারামপুর,২৬ জুন : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের উদয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে টিবি রোগী এবং অপুষ্টিকর শিশুদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হল। বুধবার একটি অনুষ্ঠানের মধ্য পুষ্টিকর খাবার গুলি তুলে দেন উদয় গ্রাম পঞ্চায়েত প্রধান অসিতবরন কুন্ডু। তিনি জানান,আমাদের গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকজন টিবি রোগী রয়েছেন। তাদের সুস্থ করে তুলতে সব রকম প্রয়াস রয়েছে। পাশাপাশি আজকে আমরা টিবি রোগী এবং অপুষ্টিকর প্রায় ৩০ জন শিশুর পরিবারের হাতে পুষ্টিকর খাবার তুলে দিলাম।সেখানে পঞ্চায়েতের অফিসার সুরজ সান্যাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পঞ্চায়েত প্রধানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর পঞ্চায়েতের পক্ষ থেকে টিবি রোগী এবং অপুষ্টিকর শিশুদের হাতে পুষ্টিকর খাবার...