পঞ্চায়েত ভোটের মুখে গণতন্ত্র বিপন্নের অভিযোগে বালুরঘাটে অভিনব আন্দোলন বিজেপির। কাধে গণতন্ত্রের মৃতদেহ নিয়ে শ্মশানযাত্রা করলেন বিধায়ক অশোক লাহিড়ী।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ জুলাই: পঞ্চায়েত ভোটের মুখে গণতন্ত্র বিপন্নের অভিযোগে অভিনব কর্মসূচি নিল বিজেপি। শনিবার গণতন্ত্রের পুনর্জন্ম কামনা করে গণতন্ত্রের শ্মশান যাত্রা কর্মসূচি পালন করে বিজেপি নেতৃত্বরা। বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর নেতৃত্বেই এদিন সকালে বিজেপির শহর মন্ডল নেতৃত্বরা এই শ্মশান যাত্রার আয়োজন করে। যেখানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অনান্য বিজেপি নেতৃত্বরা। এদিন প্রথমেই জেলা বিজেপি কার্যালয় থেকে শহরের খিদিরপুর শ্মশান পর্যন্ত গণতন্ত্রের মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রা করে বিজেপির নেতা কর্মীরা। দীর্ঘ প্রায় তিন কিমি পথ অতিক্রম করে খিদিরপুর শ্মশানে গণতন্ত্রের শবদেহ নিয়ে চলে মিছিল। যে শবদেহ কাধে নিয়ে এদিন খোদ বিধায়ককেই শ্মশানযাত্রার পুরোভাগে দেখা যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির শ্মশানযাত্রার এই অভিনব মিছিল নজর কাড়ে শহরবাসীর। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। যে মৃত্যু ঘটিয়েছে রাজ্য সরকার। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় ১১ জনের মৃত্যু হয়েছে, মনোনয়ন প্রত্যাহার করেছেন প্রায় ২০ হাজার প্রার্থী। যেটা কখনই সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় বলে দাবি তাদের। আর সেই কারণেই গণতন্ত্রের মৃতদেহ সৎকার করে তার পুনর্জন্ম হোক এই আশা প্রকাশ করেছেন বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী।
তবে এই ঘটনাকে কটাক্ষ করতে পিছপা হয়নি তৃণমূলও। তাদের দাবি, ২০১৪ সালে গণতন্ত্রকে হত্যা করেই বিজেপি ক্ষমতায় এসেছে। এখনও অব্যাহত রয়েছে সেই হত্যার প্রক্রিয়া। ভোটের আগে সরকারি এজেন্সি গুলিকে লেলিয়ে দিয়ে গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি বলে পালটা দাবি করেছেন তৃণমূল নেতা সুভাষ চাকি।
..