পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে দক্ষিন দিনাজপুরে সংগঠন সাজাতে মাঠে নামলো আম আদমি পার্টি, দশ জনের জেলা কমিটি ঘোষণা রাজ্য প্রভারির
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ ডিসেম্বর ——– পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দক্ষিন দিনাজপুরে ঘর সাজাতে মাঠে নামল আম আদমি পার্টি। শনিবার বালুরঘাটের একটি বেসরকারি লজে সাংবাদিক বৈঠক করে দশজনের জেলা কমিটির নাম ঘোষণা করেন রাজ্য প্রভারি সঞ্জয় বসু। যেখানে মৃত্যুঞ্জয় বসাক কে দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়। একইসাথে আম আদমি পার্টির যুব সংগঠনের দায়ীত্ব দেওয়া হয় রিন্টু রায়কে এবং মহিলা সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রিয়া সরকারকে। পুরসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বালুরঘাটে সংগঠন বিস্তারে রীতিমতো 50 জনেরও বেশি কর্মী নিয়ে সভা করে এদিন জেলা কমিটি ঘোষণা করেছেন আম আদমি পার্টির রাজ্য প্রভারি। যদিও সংগঠনের লক্ষ্য শহরাঞ্চল নয়, পঞ্চায়েত ভোটই মূল লক্ষ্য বলে জানিয়েছেন রাজ্য প্রভারি সঞ্জয় বসু। তার কথায় অন্যদল ভাঙ্গিয়ে লোক এনে তাদের সংগঠন তৈরি হয় না। আবার চাওয়া-পাওয়া বা আর্থিক লেনদেনের কোন বিষয়ও থাকে না তাদের সংগঠনে। তাই জেলায় তাদের সংগঠন বিস্তারে একটু সময় লাগবেই।
আম আদমি পার্টির রাজ্য প্রভারি সঞ্জয় বসু বলেন, স্বাস্থ্য, শিক্ষা, জল, বিদ্যুৎ ও নারী সুরক্ষার মতো পাচটি ইশু নিয়েই আম আদমী পার্টি আগামী দিনে এ জেলার রাজনৈতিক ময়দানে নামবে।