পকসো মামলায় এক যুবককে যাবজ্জীবন সাজা দিল গঙ্গারামপুরের মহকুমা আদালত

0
297

পকসো মামলায় এক যুবককে যাবজ্জীবন সাজা দিল গঙ্গারামপুরের মহকুমা আদালত
শীতল চক্রবর্তী বালুরঘাট ২৩ মে।
পকসো মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালত।সাজা শুনেই কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত।আসামিপক্ষের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। মামলার সরকারি আইনজীবী জানান,সাত বছর ধরে শুনামি চলার পর উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গঙ্গারামপুরের বুনিয়াদপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মেলিসা গুরুং অধীন রাজবংশী নামে ওই ব্যক্তিকে সাজা শুনান।তার বাড়ি কুশমন্ডি থানার কাঁঠালপাড়া এলাকায়। গঙ্গারামপুর মহকুমা আদালত সূত্রের খবর,২০১৮ সালের জানুয়ারি মাসে কুশমণ্ডি থানা এলাকায় ১৫বছরের এক নাবালিকা কিশোরীকে ওই গ্রামেরই ৫২বছরের ব্যক্তি অধীন রাজবংশী তাকে একাধিকবার ধর্ষণ করে এবং সে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তারপর থেকেই আদালতে ওই মামলার শুনানি চলছিল।শুক্রবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ গঙ্গারামপুর এট বুনিয়াদপুর মহকুমা আদালতের বিচারক মেলিসা গুরুং ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। গঙ্গারামপুর অ্যাট বুনিয়াদপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী শ্যামল পাল জানান,”দীর্ঘদিন মামলা চলার পরে বিচারক অভিযুক্তকে সাজা ঘোষণা করেন। তিনি আরো জানান,আইপিসি ৬অফ পকসো এক্ট,৪৪৮,৫০৬ ও ৩৭৬ ধারায় সাজা শুনান।আইপিসি ৬অফ পকসো এক্ট ধারায় যাবজ্জীবন সাজা ও ২৬হাজার টাকা জরিমানা,অনাদায়ে তিন মাসের জেল।৪৪৮ধারায় এক বছরের সাজা ও ৫০০০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের জেল।৫০৬ ধারায় দুই বছরের সাজা,অনাদায়ে ১০০০০হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরো ২ মাসের জেল হেফাজতের নিদেশ দেন।বিচারক তার রায়ে উল্লেখ করেছেন যে,জরিমানার অর্ধেক টাকা ভিকটিমকে দেবার দেন।সেই সঙ্গে রাজ্য সরকারকে ওই ভিকটিমকে আর্থিকভাবে সহযোগিতা করার কথায় উল্লেখ করেছেন।সব গুলো সাজা এক সঙ্গে চলবে বলেও সরকারি আইনজীবী জানান।” আসামি পক্ষে আইনজীবী রঞ্জিত সাহা বলেন,”এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।” আদালতের রায়ে নাবালিকের পরিবার বিচার পেলেন বলে তারা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here