নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭জন্ম দিনকে সামনে রেখে দুদিন ধরে সারা বাংলা দিবারাত্রি ব্যাপী ১৬টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল গঙ্গারামপুরের ফুটবল ক্লাব

0
266

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭জন্ম দিনকে সামনে রেখে দুদিন ধরে সারা বাংলা দিবারাত্রি ব্যাপী ১৬টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল গঙ্গারামপুরের ফুটবল ক্লাব, পায়ে বল মেরে খেলার সূচনা করলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, উপস্থিত থাকলেন বিশিষ্টজনেরা গঙ্গারামপুর ২৩ই জানুয়ারি দক্ষিণ দিনাজপুর। মোবাইল ছেড়ে খেলাধুলার প্রতিমনোযোগী হোক যুব সমাজ, এই স্লোগানকে সামনে রেখেই ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করে তুলতে অভিনব উদ্যোগনিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটি নামকরা ক্লাব। দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর শহরে ১৪নম্বর ওয়ার্ডে অবস্থিত গঙ্গারামপুর ফুটবল ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় দুদিন ধরে দিবারাত্রি ব্যাপী ১৬টিমের নকআউট ফুটবল খেলার আয়োজন করা হল ফুটবল ময়দানে।অনুষ্ঠানে উৎসাহ বাড়িয়ে ফুটবল ক্লাব উদ্যোক্তাদের সাধুবাদ জানালেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা। ফুটবল ক্লাবের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই। গঙ্গারামপুর শহরের ১৪নম্বর ওয়ার্ডে অবস্থিত গঙ্গারামপুর ফুটবল ক্লাবটি।ক্লাবের জন্মলগ্ন থেকেই ফুটবল ক্লাবটি ফুটবল খেলা হোক বা ক্রিকেট খেলা হোক সবেতেই মানুষ তৈরীর কারিগর হিসেবে পরিচিত হয়েছে এই ক্লাবটি।যা অতীতে বহুবার প্রমাণ দিয়েছে ক্লাবের সদস্যরা। ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগেই তৈরি হয়েছে ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের খেলার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও।পাশাপাশি ফুটবল ক্লাবের তরফে প্রতি বছরই বিরাট আকারে দুর্গাপুজো করে সাধারণ মানুষজনদের কাছে এক অন্য মাত্রা নিয়ে আসে এই ক্লাবের নেতৃত্ব ও সদস্যরা। সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩শে জানুয়ারি মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিবসের সামনে রেখে ফুটবল ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা মিলে এক মহান কাজে ব্রতি হল। ২২শে জানুয়ার রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষার শিবিরের পর ২৩শে জানুয়ারি স্বর্গীয় স্বর্ণকমল মিত্র স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ও দ্বিজেন্দ্রনাথ হালদার স্মৃতি রানার্স ট্রফির পেয়ে বল মেরে পায়রা উড়িয়ে দিয়ে ফুটবল খেলার সুচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস।অনুষ্ঠানে প্রশান্ত মিত্র ছাড়াও গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরী, গঙ্গারামপুর ফুটবল ক্লাবের সম্পাদক বরুন সরকার,ক্লাবের অন্যতম সদস্য গৌরচাঁদ ঘোষ(গোড়া), সোনাতন হালদার,মিলন ঘোষ, মানব সরকার, হরিলাল রায়, সুকুমার ঘোষ, ভীম ঘোষ, ভুট্টু হালদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।গঙ্গারামপুর ফুটবল ক্লাবের তরফে ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্ম দিবসকে সামনে রেখে গঙ্গারামপুর ফুটবল ক্লাব ময়দানে স্বর্গীয় স্বর্ণকমল স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয় দ্বিজেন্দ্রনাথ হালদার রানাস ট্রফি দুদিন ব্যাপী দিবারাত্রি সারা বাংলা ব্যাপী ১৬ টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসেরা জানিয়েছেন,ফুটবল ক্লাবের যে উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানাই।তারা যে কর্মসূচি গুলো নিয়েছে উদ্যোক্তারা সারা বছর এমন কাজ করে যাবে বলে আশা প্রকাশ করে দিন তিনি। ফুটবল ক্লাবের সম্পাদক সহ একাধিক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ক্লাবের অন্যতম সদস্য গৌড়পদ ঘোষ (গোড়া)জানিয়েছেন, মানুষজনদের জন্য ফুটবল ক্লাব সারা বছরই কাজ করে যায়। দু’দিন সারা বাংলা ব্যাপী দিবারাত্রি ১৬টিমের সারা বাংলা ব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।আমরা চাই মোবাইল ছেড়ে যুব সমাজ খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলুক। গঙ্গারামপুর ফুটবল ক্লাবের তরুণ যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here