নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৪ মে-পারিযায়ী শ্রমিকদের আসার তদারকি করতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি গাছে ধাক্কা মারায় গুরুতর আহত হলেন দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের বিডিও ও তার চালক।ঘটনাটি ঘটেছে তপন এলাকার কড়দহ এলাকায়আজ দুপুরে। স্থানিওরা দেখতে পেয়েই গুরুতর আহত গাড়ির চালক ও বিডিওকে উদ্ধার করে প্রথমে তপন গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।কিন্তু বিডিও সোগেল মুক্তা তামাং এর অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় তাকে আশংকা জনক অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। খবর পেয়ে তাকে দেখতে বালুরঘাট জেলা হাসপাতালে আসেন জেলার প্রশাসনিক আধিকারিকরা। হাসপাতাল সুত্রে জানা গেছে তার চিকিৎসা চলছে।
 
                





















