
জলপাইগুড়ি, জানুয়ারি ২৮:- নিহত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়া হল না। বৃহষ্পতিবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এ নিয়ে শুনানি পর্ব চলে। এ নিয়ে মৃত উলেন রায়ের পরিবার পক্ষের আইনজীবী অভ্রজ্যোতি দাস বলেন, সিঙ্গেল বেঞ্চে এদিন সম্পূর্ণ ঘটনা শোনার পর বিচারক আগামী চার সপ্তাহের মধ্যে এডিজি(ভবানীভবন) সিআইডিকে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন। আগামী 22 শে ফেব্রুয়ারি এ নিয়ে কোর্টে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, সিআইডি ইনভেস্টিগেশন করলেও তাদের জন্য কোর্ট খোলা থাকছে। তারা সিবিআই তদন্তের দাবি করলেও এই মুহূর্তে সিবিআই তদন্তের রায় কোর্ট দেয়নি বলে জানান মৃতের পরিবারের আইনজীবী। উল্লেখ্য, যুব মোর্চার উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু হয়েছিল জলপাইগুড়ির গজলডোবা একালার বিজেপি কর্মী উলেন রায়ের।