নিষ্ঠা ও ভক্তি সহকারে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা গম্ভীরা কালী পূজার আয়োজন করেছে

0
197

প্রতিবছরের ন্যায় এবছরও নিষ্ঠা ও ভক্তি সহকারে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা গম্ভীরা কালী পূজার আয়োজন করেছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধিন হাট কালিয়াগঞ্জে রাজবংশী সম্প্রদায়ের এই পূজা এবছর ২০১ তম বর্ষে পদার্পণ করেছে। এই গম্ভীরা কালী পূজা কোন মূর্তি তুলে পূজা হয় না, স্থায়ীভাবে বেদীতেই পূজা হয়ে থাকে বিভিন্ন ধরণে মুখোশ দিয়ে। এই গম্ভীরা কালী পূজা খুবই জাগ্রত বলে খ্যাতি রয়েছে এলাকায়। যে যা মনোস্কামনা নিয়ে আসেন তাঁদের সেই মনোবাঞ্ছা পূরণ হয়। বছরে দুবার হয়ে থাকে এই গম্ভীরা কালীপূজা। আষাঢ় মাস গম্ভীরা কালী নামে এবং অগ্রহায়ণ মাসে আদি কালী নামে পূজা হয়। এই গম্ভীরা কালীপুজাকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয় পাশাপাশি মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন বিক্রেতারা নিজেদের পসরা সাজিয়ে বসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here