নিষেধাজ্ঞা নয়, স্বস্তির হাওয়া হিলিতে! ভারত-বাংলাদেশ বাণিজ্যে অটুট ছন্দ
বালুরঘাট, ১৮ মে —– ভারতের নিষেধাজ্ঞা সত্ত্বেও দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে থমকে থাকেনি বাণিজ্যের চাকা। শনিবার কেন্দ্রের জারি করা নির্দেশিকা ঘিরে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে যখন উদ্বেগের মেঘ, তখন হিলিতে স্বস্তির রোদ।
বাংলাদেশ থেকে নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি-রপ্তানিতে কেন্দ্রীয় সরকারের সাময়িক নিষেধাজ্ঞা জারি হলেও, হিলি বন্দর রয়ে গেছে সেই চেনা গতিতেই। কারণ, যেসব পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেগুলি এই বন্দর দিয়ে আদান-প্রদান হয় না এমনটাই জানাচ্ছে হিলি এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন।
সংগঠনের সদস্য রাজেশ আগরওয়ালার কথায়, “হিলি দিয়ে বাংলাদেশে যেসব পণ্য রপ্তানি হয়, যেমন চাল, পেঁয়াজ, ভুট্টা, ফল, পাথর ও নানা ধরনের মশলা, তার একটিও নিষিদ্ধ তালিকায় নেই। একই ভাবে, বাংলাদেশ থেকে আসা গুড় কিংবা তেলের কাঁচামালও ছাড়পত্রপ্রাপ্ত। ফলে এ বন্দর কোনও ভাবেই সরকারি নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না।”
উল্লেখ্য, হিলি বন্দর দীর্ঘদিন ধরেই ভারত-বাংলাদেশ বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুধু পণ্য নয়, এই পথেই হয় সীমান্তবর্তী মানুষের পারাপারও। ভারত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই গতিপথে অন্তত এখনও কোনও ছন্দপতন ঘটাতে পারেনি। বন্দর চত্বরে ছিল আগের মতই কর্মচাঞ্চল্য, ট্রাক চলেছে দফায় দফায়।
কেন্দ্রীয় সিদ্ধান্তের অভিঘাত যখন দেশের অন্যত্র টের পাওয়া যাচ্ছে, হিলি তখন দাঁড়িয়ে আছে দৃঢ় বিশ্বাস আর পরিষ্কার তথ্যের উপর ভর করে। নিষেধাজ্ঞা নয়, হিলিতে আপাতত চলছে স্বস্তির বাণিজ্য।