শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 6 ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর:-নিষিদ্ধ বহু টাকা কাফ সিরাপ সহ একটি বোলোরো গাড়ি আটক করল গঙ্গারামপুর থানার পুলিশ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার 14 নম্বর ওয়ার্ডের কালী মন্দিরের সামনে। যদিও 14 নম্বর ওয়ার্ডের ওই এলাকাটি দুই ব্যবসায়ী ও 13 নম্বর ওয়ার্ডের এক ব্যবসায়ী নিষিদ্ধ ব্যবস্থার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।পুলিশ যে বুলেরো গাড়িটা উদ্ধার করেছে সেই গাড়িটিও তিনবার বিক্রি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
শনিবার গভীর রাতে গঙ্গারামপুর থানার পুলিশের কাছে খবর আসে যে গঙ্গারামপুর থানার 14 নম্বর ওয়ার্ডের বদ বোর্ড একটি কালী মন্দিরের পাশে বোলেরো গাড়ির মধ্যে কয়েক হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ রাখা হয়েছে। গঙ্গারামপুর থানার পুলিশ এই খবর পাওয়ার পরেই সেখানে গিয়ে অভিযান চালায়। ততক্ষনে গাড়ির চালকসহ যারা এই ব্যবসার কাজে যুক্ত তারা সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। এরপরে পুলিশ সেখান থেকে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গঙ্গারামপুর থানা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় কয়েক লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাফ সিরাপ রয়েছে ওই গাডিটির মধ্যে। গাড়িটিও তিনবার বিক্রি হয়েছে বলে খবর। যার মালিকানা পরিবর্তন হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এমন কাজে পূর্ব হালদারপাড়া 14 নম্বর ওয়ার্ডের দুজন ও 13 নম্বর ভোদন পাড়ার এক ব্যবসায়ী এমন কাজে যুক্ত থাকতে বলে অনুমান পুলিশের। বর্তমান পরিস্থিতিতে ওয়ার্ডের মধ্যস্থ জায়গায় কিভাবে এত পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ জর করা হয়েছিল তা কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছিলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
গঙ্গারামপুর থানার তরফে পুরো বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে।
জেলা পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি শুনেছি, যারা এমন কাজে যুক্ত থাকনা কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় শোরগোল পড়েছে শহরের মধ্যে পূর্ব হালদারপাড়া 14 নম্বর ওয়ার্ডে।