উত্তর দিনাজপুর:-নিষিদ্ধ কাফ সিরাফ সহ দুই ব্যাক্তিকে আটক করল করনদিঘী থানার পুলিশ। নিজেদের ওষুধের দোকানের ভেতরেই এই নিষিদ্ধ কাফ সিরাফ মজুত রেখে তা পাচার করত টুঙিদিঘীর ওষুধ ব্যাবসায়ী বাপী সরকার। বুধবার আচমকাই টুঙিদিঘী বাজার এলাকায় দোকানে হানা দেয় করনদিঘী থানার পুলিশ। উদ্ধার করা হয় বেশকিছু পরিমান নিষিদ্ধ কাফ সিরাফ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল টুঙিদিঘী মাছ বাজার এলাকায় একটি ওষুধের দোকান থেকে নিষিদ্ধ কাফ সিরাফ মজুত ও পাচার হয়। গোপন সূত্রে খবর পেয়ে করনদিঘী থানার পুলিশ হানা দেয় বাজারে থাকা বাপী সরকারের মেডিসিন শপ ” নিয়তি দূর্গা এজেন্সি ” তে। পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করে। আটক করা হয় ওষুধের দোকানের মালিক বাপী সরকার ও রাজু সরকারকে। এই নিষিদ্ধ কাফ সিরাফ মজুত ও পাচার চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ। টুঙিদিঘী বাজার এলাকায় নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।