নিষিদ্ধ কফ সিরাপ পাচারে ফের ধৃত কুমারগঞ্জের মিনারুল,পরানপুর থেকে উদ্ধার ৬০০বোতল
শীতল চক্রবর্তী বালুরঘাট, ১১ জুলাই, দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার সীমান্তবর্তী ডাঙ্গারহাট এলাকা ফের উঠে এলো নিষিদ্ধ কফ সিরাপ পাচারের আঁতুড়ঘর হিসেবে। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট শহরের পরানপুর এলাকা থেকে একটি কমলা রঙের প্রাইভেট গাড়ি আটক করে প্রায় ৬০০বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ। গাড়ির চালক কুমারগঞ্জের ডাঙ্গারহাট এলাকার বাসিন্দা মিনারুল মোল্লাকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগের দিন, অর্থাৎ বুধবার,ডাক্তারের স্টিকার লাগানো একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩,০০০ বোতল কফ সিরাপ।দুই দিনে পরপর বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ জানান, “গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানার একটি বিশেষ দল অভিযান চালায়। গাড়িটি আটক করে জিজ্ঞাসাবাদের পর জানা যায়,বালুরঘাট থেকে কফ সিরাপ সংগ্রহ করে ডাঙ্গারহাটে পাচার করা হচ্ছিল।” তিনি আরও জানান, “এই পাচারচক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে আরও বড়সড় অভিযান চালানো হবে।”
তবে প্রশ্ন উঠেছে, পাচারচক্রের অধিকাংশ ধৃতের বাড়ি যখন কুমারগঞ্জের ডাঙ্গারহাট ও সংলগ্ন এলাকায়, তখন কেন কুমারগঞ্জ থানা সক্রিয় নয়? এই প্রসঙ্গে প্রশাসনের তরফে কোনও মন্তব্য না এলেও, স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নিষিদ্ধ কফ সিরাপ পাচারের একাধিক রুট সক্রিয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মিনারুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে পাচারচক্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশাবাদী তদন্তকারী আধিকারিকেরা।