নির্মল বাংলা প্রকল্পে দুর্নীতির অভিযোগে পৌরসভার বিরুদ্ধে, সাংবাদিক বৈঠক করে ক্ষোভ প্রকাশ বিজেপির

0
519

নিজস্ব সংবাদদাতা বালুরঘাট ২৭ জানুয়ারী— মিশন নির্মল বাংলা প্রকল্পে নিম্নমানের ডাস্টবিন সরবরাহের অভিযোগ উঠলো বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে। সরকারি ভাবে পর্যাপ্ত অর্থ বরাদ্দের পরেও শহরবাসীকে বঞ্চিত করেছে পুরসভা কর্তৃপক্ষ, অভিযোগ বিজেপির। বুধবার এই অভিযোগে সাংবাদিক বৈঠক করে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন। পুরসভাকে চিঠি দিয়েও ডাস্টবিন সরবরাহের সঠিক তথ্য পায়নি বলেও অভিযোগ  বিজেপির। যারপরেই দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।     উল্লেখ্য সম্প্রতি মিশন নির্মল বাংলা প্রকল্পে শহর জুড়ে ওয়ার্ড ধরে ধরে ডাস্টবিন বিতরন শুরু করে পৌরসভা কতৃপক্ষ। বিজেপির অভিযোগ, বেশী পরিমান অর্থ বরাদ্দের পরেও কমদামে দুটি করে প্ল্যাস্টিকের বালতি দেওয়া হয়েছে শহরের বাসিন্দাদের।     সুমন বর্মন জানিয়েছেন, পদে পদে দুর্নীতি করছে পৌরসভা।      বালুরঘাট পৌরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ সাহা জানিয়েছেন, হোল্ডিং নম্বর অনুযায়ী ডাস্টবিন বিলি করা হচ্ছে। কোন অভিযোগ ঠিক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here