নির্বাচন সভা করতে এসে বুনিয়াদপুরে রেলের জমিতে ওয়াগান ফ্যাক্টরি না হওয়ার জন্য বিজেপি প্রার্থী সুকান্ত দোষ চাপালেন তৃণমূল মন্ত্রীদের,ক্ষোভ এলাকায় ,কোন কাজ বিজেপি করেনি জেলায় শুধু সব বন্ধ করে দিয়েছে দাবি তৃণমূল নেতার।
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৩১ শে মার্চ দক্ষিণ দিনাজপুর। বুনিয়াদপুরে রেলের জমিতে ওয়াগান ফ্যাক্টরি না হওয়ার জন্য তৃনমূলের মন্ত্রীদের ঘাড়ে দোষ চাপালেন বিজেপির রাজ্য সভাপতি।দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে লোকসভা নির্বাচনী প্রচার করতে এসে এমনই মন্তব্য করেন বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার অভিযোগ,মুকুল রায় দীনেশ ত্রিবেদী রেল মন্ত্রী থাকাকালীন ও এই প্রকল্পটি তারাই বন্ধ করে রেখেছিলেন।তিনি সেখানে বিরাট আকারে স্টেডিয়াম তৈরি করার কথা ঘোষণা করেছেন।তবে ওয়াগান ফ্যাক্টরি হলে ৫০হাজারের বেশি কর্মসংস্থান হত সেই ক্ষেত্রে স্টেডিয়াম বুনিয়াদপুর হলে জেলার মানুষজনদের কি লাভ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।যদিও তৃণমূল নেতারা পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, জেলাতে কোনো কাজ করেনি বিজেপির নেতা মন্ত্রীর, সব বন্ধ করে দিয়েছি ঘটনার শোরগোল পড়েছে এলাকাজুড়ে। মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন ভারতের রেলমন্ত্রী হয়েছিলেন তৃণমূলের মুকুল রায়। সেই সময় বুনিয়াদপুরে রেলের অনুষ্ঠানে এসে মুকুল রায় কে পাশে বসিয়ে মমতা ব্যানার্জি স্টেশনের পাশেই রেল দপ্তরের জমিতে ওয়াগন ফ্যাক্টরি তৈরি করার কথা ঘোষণা করেন। সেই সময় রেল দপ্তরের কাটিহার ডিভিশনের দায়িত্ব থাকাকালীন জিআরএমও কোড মন্ত্রীর পাশে বসে মমতা ব্যানার্জি যেমন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছিলেন। সেই সময় বুনিয়াদপুর রেল দপ্তরের জায়গাতে ওয়াগান ফ্যাক্টরি তৈরি হলে প্রায় ৫০০০০হাজর বেকার যুবকদের কর্মসংস্থান হত বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী তৎকালীন মুকুল রায়কে পাশে বসিয়ে এমনই ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়ে দেশের ক্ষমতায় আসে বিজেপি সরকার। রেলমন্ত্রীর পরিবর্তন হয়। কিন্তু বুনিয়াদপুর রেল দপ্তরের জায়গায় ওয়াগান ফ্যাক্টরি পুনরায় চালু করার জন্য সেই ভাবে টাকা পয়সা বরাদ্দ হয়নি বলে খবর। লোকসভা নির্বাচনে ঘোষণার আগে বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি তিনি নিজে সরকারের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে বুনিয়াদপুর রেলস্টেশনের পাশে অবস্থিত যেখানে ওয়াগান ফ্যাক্টরি হবার কথা ছিল সেখানে বিরাট আকারে স্টেডিয়াম তৈরি করার জন্য চিঠি দেন। রবিবার বুনিয়াদপুরের একটি কমিউনিটি হলে বালুঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শহরের বুনিয়াদপুর শহর এলাকার দলীয় কর্মীদের নিয়ে একটি কর্মীসভা করতে আসেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বুনিয়াদপুর রেল স্টেশনের পাশে রেলের জমিতে ওয়াগান ফ্যাক্টরির পরিবর্তে কেন স্টেডিয়াম তৈরি পরিকল্পনা করা হলো সে বিশেষ জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তৃণমূলের মন্ত্রীদের জন্যই ওয়াগান ফ্যাক্টরি হয়নি। তিনি সেই জমিতে স্টেডিয়াম তৈরি করার প্রস্তাব দিয়েছেন। সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও জেলা তৃণমূলের মিডিয়া কর্মীদের তথা গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস জানিয়েছেন, বিজেপির সাংসদ থেকে শুরু করে নেতারা কোন কাজই করতে পারেনি জেলার উন্নয়নের ক্ষেত্রে। শুধু সব বন্ধ করে দিয়েছি। ওয়াগান ফ্যাক্টরিতে ও একই অবস্থা করেছে সাংসদ। তাই মানুষ বটেই সুকান্ত বাবুকে যোগ্য জবাব দেবে। সেদিন বুনিয়াদপুরের একটি কমিউনিটি হলে জেলা বিজেপি প্রার্থীর সভাতে খুব একটা বিজেপি দলের লোকজনদের উপস্থিতি ছিল না বলেই মনে হয়েছে।