নির্বাচন নিয়ে প্রচার মূলক অনুষ্ঠান “পিকেটন” এবং সঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয়তা নিয়ে একটি অনুষ্ঠান করা হয় গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তরের উদ্যোগে

0
270

নির্বাচন নিয়ে প্রচার মূলক অনুষ্ঠান “পিকেটন” এবং সঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয়তা নিয়ে একটি কার্যক্রম পরিচালনা করা হলো গঙ্গারামপুর মহকুমা শাসক অফিসের সামনে শিশু উদ্যান পার্কে।

নির্বাচন নিয়ে প্রচার মূলক অনুষ্ঠান “পিকেটন” এবং সঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয়তা নিয়ে একটি অনুষ্ঠান করা হয় গঙ্গারামপুর মহকুমা শাসক দপ্তরের উদ্যোগে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বুনিয়াদপুর পৌরসভার নির্মল বন্ধু সহ বংশীহারী উচ্চ বিদ্যালয়, বংশীহার উচ্চ বালিকা বিদ্যালয়, বুনিয়াদপুর উচ্চ বিদ্যালয়, বুনিয়াদপুর মহাবিদ্যালয় এবং হাটখোলা বাজার থেকে ১৮ বছরের নিচে ছাত্রছাত্রীদের নিয়ে পাঁচটি দল। এই পাঁচটি দল পদযাত্রা করে গঙ্গারামপুর মহকুমা অফিসের সামনে শিশু উদ্যান পার্কে এসে মিলিত হয়। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা শাসক বিজীন কৃষ্ণা মহকুমা শাসক পি প্রমথ সহ অন্যান্য আধিকারিকরা। জেলা শাসকের উপস্থিতিতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ও জনসাধরণের উদ্দেশ্যে ইভিএম মেশিন প্রদর্শন করানো হয় ওইভিএম মেশিনের কার্যপ্রণালী বর্ণনা করা হয়। পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। সবশেষে কার্যক্রমে অংশনকারী প্রত্যেকটি ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হবে। এদিন বেশ কয়েকটি ছাত্র ছাত্রীদের হাতে জেলা শাসক শংসাপত্র তুলে দেন।

এই বিষয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন এবারের নতুন ভোটার লিস্টে যারা নাম তুলবেন ১৭ ও ১৮ বছর ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে। যারা এবারে নতুন ভোটার তালিকায় নাম উঠাবনে তাদের নিয়ে ওইভিএম মেশিনের কার্যপ্রণালী বর্ণনা করা হয়। পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here