নির্বাচনী নির্ঘন্ট না বাজতেই বালুরঘাটের রাস্তায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। সাধারণ মানুষকে শান্তিপূর্ণ ভোটের আশ্বাস জওয়ানদের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ মার্চ ———– নির্বাচনী নির্ঘন্ট না বাজতেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হল দক্ষিণ দিনাজপুরে। রবিবার দুপুরে বালুরঘাটের বেলতলা পার্ক এলাকা থেকে শুরু হয় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ। এরপর শহরের ঘোষপাড়া, চকভবানী সহ বেশ কিছু এলাকায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যে টহলদারির সময় বেশকিছু জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং আগামী লোকসভা নির্বাচন নিয়ে আশ্বস্তও করেন জওয়ানরা। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলায় ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যে হিসাবে দক্ষিন দিনাজপুরেও এসে পৌঁছেছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শনিবার রাত থেকে যাদের তৎপরতায় শুরু হয়েছে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় রুটমার্চ।
প্রকাশ দাস ও ভারতী রানী ঘোষরা বলেন, নির্বাচনে তাদের এলাকায় সেভাবে কোন অশান্তি হয়না। তবে কেন্দ্রীয় বাহিনী এসে তাদের আশ্বস্ত করেছে। তাদেরও ভরসা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপর।