নিরাপত্তা বেষ্টনী ভেদ করে অভিষেকের হেলিকপ্টারের কাছে পৌঁছাল যুবক! হুলুস্থুল কান্ড গঙ্গারামপুরে
পিন্টু কুন্ডু, শীতল চক্রবর্তী, ১৮ মার্চ ——- কড়া নিরাপত্তা বলয় ভেদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের কাছে ছুটে গেল এক যুবক । দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে জনসভা শেষ করে ফিরে যাবার পথেই ঘটল এমন ঘটনা। ঘটনাকে ঘিরে হুলুস্থুল কান্ড এলাকায় । যদিও সাথে সাথেই নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে ঘিরে ধরে গঙ্গারামপুরের বাসিন্দা ওই যুবককে । যদিও এমন ঘটনা নিজেই সামলে নিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি ওই যুবকের সাথে কথা বলে তার সাথে হাত মিলিয়ে শুনেছেন তার কথাও। সূত্রের খবর, গঙ্গারামপুরের বাসিন্দা ওই যুবক নিজের কিছু সমস্যার কথা জানাতেই এদিন নিরাপত্তা বলয় ভেদ করে ছুটে যায় অভিষেকের হেলিকপ্টারের কাছে । আর যাতেই কিছুটা অস্বস্তিতে পড়েন সকল নিরাপত্তা রক্ষীরা ।