শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 2জুন দক্ষিণ দিনাজপুর,নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 জনের।ঘটনায় আহত জল আরো 7 জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত মেহেন্দিপাড়া ৫১২ নম্বর জাতীয় সড়কের উপরে।আহতদের রশিদপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ও সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সিভিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।
এমন ঘটনায় পরিবারসহ নেমে এসেছে শোকের ছায়া
এলাকাবাসী ও পুলিশি সূত্রে জানা গিয়েছে,মারুতি গাড়িটি মালদা থেকে বুনিয়াদপুরের দিকে আসছিল। অন্যদিকে দৌলতপুরের দিক থেকে যাত্রী বোঝায় একটি অটো মালদার দিকে যাচ্ছিল।হঠাৎ হরিরামপুর থানার মেহেন্দিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় অটো ও মারুতি গাড়িটির, তখনি অটো উল্টে ঘটনার স্থলেই মৃত্যু হয় একজনের। আহত হয় অটোতে থাকা আরো 8জন।এমন ঘটনা নজরে আসতেই দুই সিভিক ভলেন্টিয়ার ও কিছু পথ চলতি মানুষেরা আতহদের উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামিন হাসপাতাল ও পরে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই আরো একজনের মৃত্যু হয় হয় বলে খবর। ।যদিও এখন পযন্ত মৃত ব্যক্তির নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ।
এবিষয়ে এক এলাকাবাসী নুরজামান মিয়া জানিয়েছেন, মালদার দিক থেকে মারুতি ভ্যান কি আসছিল আর যাত্রীবোঝাই অটো টি দৌলতপুরের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। মেহেন্দি পাড়া এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানেই মৃত্যু হয় একজনেরগুরুতর আহত হয় আটজন। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।বাকিদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এবিষয়ে আহত ব্যক্তির ছেলে জিয়ারুল মমিন জানিয়েছেন, মেহেন্দিপড়া এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসেছি। আমার বাবা গুরুতর আহত হয়েছেন। আমি রশিদপুর হাসপাতাল এ এসে দেখি। দুজন মারা গিয়েছে বলে শুনেছি।আটজন আহত হয়েছে।
গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে পুরো ঘটনা তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ দুটি গাড়ি আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এমন ঘটনাই মৃত ও আহতদের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Home বাংলা উত্তর বাংলা নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 2 জনের।ঘটনায় আহত...