নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল মাল বোঝাই লরি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা।
সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে তপন ব্লকের 4 নম্বর হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুরে হাইস্কুলের পাশে ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন গঙ্গারামপুর এর দিক থেকে বালুরঘাট এর অভিমুখে যাচ্ছিল মালবোঝাই এই লরিটি।
রাস্তার একটি বাম্পার পার হওয়ার পরেই লরির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় লরিটি। স্থানীয়রা জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে তার পাশেই একটি বাড়ি এবং চায়ের দোকানে রয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বাড়ি এবং দোকানটি।
পাশাপাশি সে সময় ছিল না আশেপাশে কোন ব্যক্তি ও।
বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান গাড়িচালকসহ খালাসীও।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুর ফাঁড়ির পুলিশ।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।